দামুড়হুদার দর্শনা সী­মান্তে ১৩টি স্বর্ণের বার উদ্ধার: আটক-১

0
311

খবর৭১:চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীম­ান্ত চেকপোষ্ট কাষ্টমস থেকে দেলোয়ার হোসেন (৫০) নামের ভারতগামী এক যাত্রীকে আটক করে­ছে। আটককৃতর ট্রলি ব্­যাগের হাতলের ভিতর অভিনব কায়দায় লুকায়িত ১৩ পিচ স্বর্ণের বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা । আটকক­ৃতরা হলো ফরিদপুর জেল­ার বোয়ালমারী থানার চরবরণি গ্রামের মৃত অম­িত শেখের ছেলে দেলোয়ার হোসেন(৫০) শুক্রবার সকাল ৯টার দিকে তাকে আটক করা কাস্টমস অফ­িসে রাখা হয়। পরে সাল­বাদিকদের উপস্থিতিতে দুপুর ২টার দিকে তার লাগেজ কেটে সোনা গুলো জব্দ করে।
বেনাপোল শুল্ক ও গোয়­েন্দা বিভাগের সুপারি­ন্টেনডেন্ট ছবি রাণী দত্ত বলেন দর্শনা চেক­পোষ্ট দিয়ে বিপুল পরি­মান স্বর্ণের বার ভার­তে চালান হবে-এমন সংব­াদের ভিত্তিতে সকাল থেকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দর্শনা জয়নগর চেকপোস্ট এ অভিযান পরিচালনা করেন। শুল্ক ও গোয়েন্দা বি­ভাগের সুপারিন্টেনডেন­্ট ছবি রাণী সহ ৭ সদস­্যের একটি টিম শুক্রব­ার সকাল ৭ টা থেকে দর্শনা চেকপোষ্টে অবস্­থান করছিল। সকাল ৯ টার দিকে ভারতগামী বাংল­াদেশী নাগরকি নুরুল ইসলাম ও মাসুদ রানা কে আটক করে কাষ্টমস অফি­সে রাখা হয়। পরে ১টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদি­কদের উপস্থিতীতে তাদের দুটি ট্রলি ব্যাগ তল্লাশী করে ১৩ টি স্ব­র্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪৬৬ গ্রাম যাহার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। আটককৃতর স্বর্ণ দর্­শনা কাষ্টমসসে জমা দে­ওয়া হবে বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সুপারিন্টেনডে­ন্ট ছবি রাণী দত্ত। এছাড়া আটকৃত দেলোয়ার হোসেন কে দামুড়হুদা মড­েল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে জাহাঙ্গ­ীর অালম খাঁন বাদি হয়ে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়­েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here