বিতর্ক এড়াতে ফের ‘বিচ্ছিন্ন শিশুদের’ পাশে মেলানিয়া

0
373

খবর ৭১: বিতর্ক শেষ হতে না হতেই ফের শরণার্থী শিশুদের দেখতে মার্কিন-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার মার্কিন-মেক্সিকো সীমান্তের টাকসনে গিয়ে ‘বিচ্ছিন্ন শিশু’-দের সঙ্গে সময় কাটালেন মেলানিয়া।
সেই সঙ্গে কথা বললেন কাস্টমস ও বর্ডার পেট্রল, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, মার্কিন মার্শাল সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে। গত সপ্তাহে সীমান্তে শরণার্থী শিশুদের দেখতে গিয়ে ট্রাম্প নীতির বিরোধিতা করে ‘প্রশংসা’ কুড়িয়ে ছিলেন মেলানিয়া ট্রাম্প।
কিন্তু কাল হল ‘জলপাই রঙের’ একটি জ্যাকেট পরেই। শরণার্থী শিশুদের দেখতে মেলানিয়া যে জ্যাকেট পরেছিলেন, সেখানে লেখা ছিল “আমি পরোয়া করি না। আপনারাও কি একমত?” তবে, এদিন মেলানিয়াকে কোনও বিতর্কিত জ্যাকেট পরতে দেখা যায়নি। কালো টপ এবং সাদা ট্রাউজার পরে সে দিনের বিতর্ককে মেলানিয়া চাপা দেওয়ার চেষ্টা করেছন। এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here