খবর৭১: মুন্সিগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান সন্দেহভাজন আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। বুধবার রাত ১টায় সিরাজদিখানে খাসমহল বালুচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আবদুর রহমানকে (৩৪) চার দিন আগে গাজীপুরের শ্রীপুরে এক জঙ্গি আস্তানা থেকে আটক করেছিল পুলিশ। তিনি জেএমবির ‘ঢাকা বিভাগীয় সামরিক কমান্ডার’ ছিলেন বলে পুলিশ জানান। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, বৃহস্পতিবার ভোর রাতে সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় রহমানকে নিয়ে অভিযানের সময় তার সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সেখানেই সে গুলিতে নিহত হয়।
ঘটনাস্থল থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধারের কথা পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, গত ১১ জুন বিকালে সিরাজদিখান উপজেলারর কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। বাচ্চু মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।