চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা-৬ বিজিবি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদসহ বিপুল পরিমান ভারতীয় পেয়াজের বীজ, ভারতীয় মদ ও চীনা বাদাম পরিত্যণ্ড অবস্থায় উদ্ধার করেছে। সোমবার সন্ধায় ও মঙ্গলবার এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ছয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, সোমবার সন্ধায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোষ্ট নামক স্থান থেকে ৫৬ কেজি ভারতীয় পেয়াজের বীজ উদ্ধার করে। একই দিন সন্ধারপর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
দামুড়হুদার জয়নগর গ্রমের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মঙ্গলবার সকাল ৯টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার জীবননগর উপজেলা সদরের পাকা রাস্তার উপর থেকে ৮৫০ কেজি ভারতীয় চীনা বাদাম (খোসাবিহীন) উদ্ধার করে। উদ্ধারকৃত মদসহ মালামালের আনুমানিক মূল্য ছয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত টাকা। আটককৃত পেয়াজের বীজ ও মদ কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেওয়া হয়েছে।
খবর ৭১/ইঃ