নড়াইলে আন্তর্জাতিক মাদকদ্রব্যের বিরোধী দিবস ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
313

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ মাদকাসক্তিমুক্ত বাংলদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত এবং মাদককে ঘৃণা করার আহবান জানিয়ে নড়াইলে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে মঙ্গলবার সকালে এ দিবস পালিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাদক বিরোধী প্রচারাণামূলক শোভাযাত্রা, আলোচনা এবং এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক বিরোধী প্রচারাণামূলক শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাগ। সহকারী পরিচালক দিলিক কুমার দেবনাথ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, একটি সমাজ ধংসের জন্য একজন মাদকাসক্ত যথেষ্ঠ। তাই মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, সামাজিক ও পারিবারিক অবক্ষয় রোধে সকল প্রকার মন্দকে না এবং ভালোকে হ্যাঁ বলতে হবে। এ বিষয়ে নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদক বর্তমান সমাজের একটি ক্ষতিকর ব্যধি। মাদক শুধু মানুষের জীবন নষ্টই করে না পাশাপাশি তার মানসিক ও আর্থিক ক্ষতিসাধনও করে। মাদক সেবী ও মাদক ব্যবসায়ী দুই সমাজের শত্রু, এদের কঠোর হস্তে দমন করতে হবে। তিনি আরো বলেন, সকল পরিবার যদি সচেতন হয় তবে মাদকাসক্ত দূর করা সম্ভব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শুধু প্রশাসনই নয় পরিবারের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের মাদক থেকে দুরে থাকতে কঠোর পদক্ষেপ নেওয়া। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে তিনি মাদক বিক্রেতা ও মাদকগ্রহণকারীদের সামাজিকভাবে বয়কটের আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়। বিশেষ অতিথি ছিলেন নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন আসাদুজ্জামান টনি। এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, কোষাদক্ষ মোঃ জাহাঙ্গীর শেখ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অপর কাদিক, জেলা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ নড়াইলে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে জেলা শিশু একাডেমিতে চারটি গ্রুপে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওলিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সেপেক্টর বিদ্যুৎ বিহারি নাথ, উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস। এ সময় সাংবাদিক মধ্যে উপস্থিত নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ ছিলেন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার (২৬জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here