চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় গুলিবিদ্ধ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজারের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, রাত আনুমানিক দেড়টা-দুইটার দিকে দুইদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে চৌগাছা-যশোর সড়কের নিমতলা এলাকায় গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ এক যুবক পড়ে আছে। এসময় তার পাশ থেকে এক রাউন্ড গুলি ও একটি সার্টারগান উদ্ধার করা হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাধিক সূত্র বলছে নিহত অজ্ঞাত যুবক যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আন্দাবাদ এলাকার আলমনগর গ্রামের জৈনক শাহিন। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি।
খবর ৭১/এসঃ