চৌগাছায় সড়ক থেকে সিটকে কড়াই গাছে মারল যাত্রীবাহি বাস আহত ১০

0
372

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোরঃ যশোরের চৌগাছায় একটি যাত্রীবাহি বাস সড়ক থেকে সিটকে পার্শ্ববর্তী কড়াই গাছের সাথে স্বজোরে ধাক্কা দেয়ায় কমপক্ষে ১০ যাত্রীসহ এক পথচারী মারাত্মক আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিক্্েরর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চৌগাছা পৌরসভার বাকপাড়া মহল্লার মিজানুর রহমানের ছেলে টনিরাজ (৩২), সফিউদ্দিনের স্ত্রী শাহানাজ বেগম (৫০), ইছাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী কুলছুম খাতুন (৩০), উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের চন্দনের মেয়ে নুপুর (১৬), দেবীপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে হাফিজুর রহমান (৫০), পাঁচনমনা গ্রামের শেরআলীর ছেলে তাইজেল হোসেন (৬০), মহেশপুর উপজেলার ইউসুফের মেয়ে স্বপ্না খাতুন (২১) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার মৃত ইমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৩) ও একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় টনিরাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত টনিরাজ নিজ বাড়ি বাকপাড়া থেকে তার কর্মস্থল ডিভাইনে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসটি তাকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খাই। দূর্ঘটনায় আহত একাধিক যাত্রী বলেন যশোর থেকে চৌগাছার উদ্যেশ্যে ছেড়ে আশা যাত্রীবাহি বাস (যশোর-জ-০৪-০০৩৬) যশোর থেকে ছেড়ে আসার পর সড়কে সময়ক্ষেপণ করে ফেলে। কয়ারপাড়া বাজার পার হয়েই নির্ধারিত সময়ে চৌগাছায় পৌছাবার জন্য বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটির চালক। বাসটি চৌগাছা শহরের তানজিলা বিক্সসের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় কড়াই গাছে মেরে দেয়। থানা পুলিশ বাসটি জব্দ করেছেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here