নড়াইলে কুখ্যাত ডাকাত সর্দার মিলন আটক

0
367

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের দাদনতলা গ্রামের মৃত বিভুতি ভূষন বিশ্বাসের ছেলে আ’লীগ নেতা প্রীতিশ বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার মিলন গ্রেফতার হয়েছে। গতকাল সন্ধায় চাচুড়ী বাজার নড়াইলের কালিয়া থানার এসআই শিমুল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫টি হত্যা, ৯টি ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, মিলনের বাড়ি নড়াইলের চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে। জানা গেছে বাবার মৃত্যু জনিত কারনে প্রিতীশ বিশ্বাস সহ তার অন্যান্য ভাই বোনেরা ও আত্বীয় স্বজন গত ৩০ মে দাদন তলা তাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পর একাধিকবার সন্ত্রাসী চক্র তাদের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতি সহ ক্ষয় ক্ষতির চেষ্টা চালায়। মাঝে মধ্যে প্রায়ই দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে কলাপসেবল গেটের কড়া নাড়া সহ বিভিন্ন ভাবে দরজা জানালা খোলার চেষ্টা চালায়। এমনকি নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন করে। নিরূপায় হয়ে প্রিতীশ বিশ্বাস গত ১৫ জুন কালিয়া থানায় একটি জিডি দায়ের করেছেন। ইতোপূর্বে একাধিকবার তাদের বাড়িতে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ২০১৪ সালের ৪ নভেম্বর নড়াইলের কালিয়া থানায় একটি মামলা হয়। যার নং ০৩। এ মামলায় আসামী ছিল কুখ্যাত ডাকাত সর্দার মিলন। মোবাইল ট্র্যাকিং করে ওই সময় ডাকাতি করে নেয়া মোবাইল সহ আটক করে ডাকাত মিলনকে। কিন্তু সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে। আবারও ডাকাতি সহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ে। তাকে পুলিশ, র‌্যাব দীর্ঘদিন ধরে খুজছিল। সে ধরা ছোয়ার বাইরে ছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here