সৌদিতে দূর্ঘটনায় বাংলাদেশি নিহত

0
448

খবর৭১:
সৌদি আরবের হাইলি শহরে দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নাছির উদ্দিন ফয়সল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাতে সৌদির একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় দূর্ঘটনায় তার মৃত্যু হয়।

ফয়সল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আবদুস শহীদের ছেলে।

নিহতের বড় ভাই জসিম আযম জানান, সংসারে অভাব ঘোচাতে সাত বছর আগে সৌদিতে যান ফয়সল। পাঁচ মাস আগে দেশে এসে বিয়ে করেন। বিয়ের পর দেড় মাস বাড়িতে থেকে ফের সৌদির কর্মস্থলে ফিরে যান। রোববার রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দূর্ঘটনায় তার মৃত্যু হয়।ফয়সলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here