এরদোগানকে বিশ্বনেতাদের অভিনন্দন

0
431

খবর৭১: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।
বেসরকারি ফলাফলে এরদোগান প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট। রবিবার (২৪ জুন) তুরস্কে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিপুল ভোটে বিজয়ী হওয়ায় প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন আল-তানি, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আলবেনিয়ান প্রধানমন্ত্রী এডি রামা, বসনিয়ার প্রেসিডেন্ট বাকের, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়াভ।

রিসেপ তাইয়্যেব এরদোগানকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বার্তায় নির্বাচনি ফলাফলকে তুরস্কের গণতান্ত্রিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় বলে উল্লেখ করেছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here