উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও বর্বরতার চিত্র দাগ কেটেছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর মনে। আর তারই ধারাবাহিকতায় নিজে স্ত্রী-সন্তানদের নিয়ে সরেজমিনে নড়াইলের হিন্দু অধ্যুষিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। রবিবার আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, (২৪ জুন) বিকাল ৩টায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, তাঁর সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী নাহিদা চৌধুরী সুমি, পুলিশ সুপারের দুই সন্তান, নড়াইল জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুলকে সাথে নিয়ে তিনি এ পরিদর্শন কাজ সম্পন্ন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার নড়াইলের সদর উপজেলাধীন আউড়িয়া, তুলারামপুর, শেখহাটী ও কলোড়া এলাকায় গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন। এসময় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক লোক নড়াইল জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হলে তিনি তাদেরকে বুকে টেনে নেন। এ সময় পুলিশ সুপার সংখ্যালঘুদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন। এছাড়াও তিনি তাদেরকে তাঁর মোবাইল নম্বরও প্রদান করেন। পুলিশ সুপার সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, আপনারা নড়াইল জেলার একটি অবিচ্ছেদ্য অংশ। কাজেই কেউ যদি আপনাদের উপর পেশিশক্তি প্রয়োগ করে নির্যাতন করতে চায় তাহলে সরাসরি না সম্ভব হলেও আমাকে এক মিনিট ফোনে জানাবেন। আমার দরজা আপনাদের জন্য সর্বদা উন্মুক্ত। সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা লাঘবে সরেজমিনে পরিদর্শনের বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে একান্ত সাক্ষাৎকারে বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নড়াইল জেলা পুলিশ কখনোই পিছপা হবে না। এছাড়াও সংখ্যালঘুদের জমি জবর-দখলের চেষ্টা থেকে ভূমি দস্যুদের দূরে থাকার জন্যও হুশিয়ারি প্রদান করেন।
খবর ৭১/এসঃ