মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধি: সংসারে একটু সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য সুদূর মালেশিয়ায় যেয়ে মাত্র ১৩ দিনের মধ্যে লাশ হয়ে বাড়ি ফিরল চৌগাছার প্রকাশ মুখার্জী (২২) নামের এক যুবক। সে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের জীবন কুমার মুখার্জীর ছেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ই জুন মালেশিয়ার পেনাং শহরে তার মৃত্যু হয়। মৃতের বাবা জীবন কুমার মুখার্জী চৌগাছা বাজারের মুখার্জী টেইলার্সের স্বত্বাধিকারী। মালায়েশিয়ায় সকল প্রক্রিয়া সম্পন্ন করে রোববার তার লাশ দেশে আনা হয়। মাত্র ১৩ দিনের মাথায় লাশ হয়ে দেশে ফেরায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডা. স্বপন মুখার্জী বলেন, গত ২ জুন আমার ভাতিজা মালেশিয়ার পেনাং শহরে পৌছে কাজে যোগ দেয়। ঈদ-উল-ফিতরের দু’দিন আগে ১৪ মে হঠাৎ সে হৃদরোগে আক্রান্ত হলে চৌগাছা এলাকার ছেলেরা মালেশিয়ার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আজ (রবিবার) লাশ দেশে আনা হয়।
খবর ৭১/এসঃ