সহিদুল আলম বাবুল, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে আজ রোববার মরনানয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দাবীদার প্রার্থী উলিপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন বিকেল সাড়ে ৪ টার দিকে দলীয় নেতাকর্মীসহ মনোনয়নপত্র দাখিল করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, সাইদুল হক বাচ্চু, পার্থ সারথী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে লাঙ্গল প্রতীকের দাবীদার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আক্কাছ আলী সরকার, সহকারী রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবু তাহের খাইরুল হক এটি, উপজেলা জাপা‘র সভাপতি আতিয়ার রহমান মুন্সি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিএসসি,সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান সরকার, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাউয়ুম সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রফিক সরকার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সোহেল রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র দাখিলের সময় আরো উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক ও নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৯৫ জন।
কুড়িগ্রাম-৩ আসনটি উলিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী এ উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ জুলাই ও প্রতীক বরাদ্দ ৪ জুলাই।
আসনটিতে দুই দলের মনোনয়ন ছাড়া অন্য কোন প্রার্থী বা দলের মনোনয়ন জমা না হওয়ায় দুই দলের মধ্যে লড়াই হবে সেয়ানে সেয়ানে। মনোনয়ন পত্র দাখিলের সময় উৎসুক জনতারা এ প্রতিনিধিকে এ অভিমতটি জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম মুকুল এর মৃত্যুতে এ আসনটি শুন্য হয়।
খবর ৭১/এসঃ