আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ১’শ ১০ টি ইয়াবা ট্যাবলেটসহ সলেমান মিঞা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, শনাবিার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। এতে গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুর এলাকা থেকে সলেমানকে গ্রেপ্তা করে। গ্রেপ্তারকৃত সলেমান পার্শবর্তী সুইপার কলোনীর কাঁঠপট্টির মৃত ইসরাইল সর্দারের পুত্র। সলেমান মাদক বিরোধী অভিযান এঁড়াতে নিজ এলাকা থেকে পলিয়ে গিয়ে নারায়ণপুর এলাকায় গিয়ে স্ত্রীকে ও মেয়েকে দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত করে ডিবি- ওসি একেএম মেহেদী হাসান জানান, এ ব্যাপারে সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করে আসামী সলেমানকে আদালতে পাঠানো হয়েছে।
খবর ৭১/এসঃ