লালমনিরহাটের কাজী ফজলুল হক গ্রেফতার

0
311

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাউরা ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার কাজী এ. কে. এম ফজলুল হক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বাউরা দাখিল মাদ্রাসার সভাপতি আবু তালেব অধ্যক্ষ ফজলুল হকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও স্বাক্ষর জালিয়াতি করে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ এনে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ অধ্যক্ষ ও বাউরা ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার কাজী এ. কে. এম ফজলুল হককে গ্রেফতার করেন। অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও জালিয়াতি করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাউরা ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার কাজী এ. কে. এম ফজলুল হক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুন শনিবার রাতে বাউরা বাজারস্থ বিয়ে রেজিস্ট্রার অফিস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ২৪ জুন সকালে লালমনিরহাট আদালতে সোর্পদ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, কাজী ফজলুল হক অবৈধ নিয়োগ এবং স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here