বুলু দাস, সদর প্রতিনিধি:‘ট্রান্সফরমিং গভর্নেন্স টু রিয়েরাইজ দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল আরিফের (সার্বিক) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মাহবুবুর রশীদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ, সরকারি কর্মকর্তা, কর্মচারী, জন প্রতিনিধি, শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ