নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান পরিদর্শন করলেন ডিসি ও এসপি

0
311

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী গঙ্গা মায়ের পূজা,স্নান ও শ্মশান কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুন) নড়াইল জেলার সদর উপজেলাধীন আউড়িয়া মহাশ্মশান গঙ্গা স্নান পরিচালনা কমিটির আয়োজনে আউড়িয়া চারাবাড়ী চিত্রা ব্রীজ সংলগ্ন মহাশ্মশান প্রাঙ্গনে এ অনুষ্ঠানের যাবতীয় কার্যাবলি সম্পন্ন হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ উপলক্ষ্যে গঙ্গাস্নানসহ সার্বিক দিক পরিদর্শন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি। বিশিষ্ট ধর্মীয় আলোচকবৃন্দের আলোচনায় অনুষ্ঠানমালায় আরো ছিল গঙ্গাস্নান, শ্রী শ্রী মদ্ভাগবৎ পাঠ ও চন্ডি পাঠ, গঙ্গা পূজা, শ্মশান কালি মায়ের পূজা, প্রসাদ বিতরণ, মতুয়া সংকীর্তন ইত্যাদি। নড়াইলসহ আশেপাশের সনাতন ধর্মাবলম্বীরা ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এ গঙ্গাস্নান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ কথার মর্মার্থ সকলকে বোঝা উচিৎ। একজন মানুষ হিসেবে আরেকজনের মানুষের ধর্মীয় আচার-আচরণে আঘাত না হেনে তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কখনোই নিজেদের সংখ্যালঘু মনে করবে না। কারণ নড়াইল জেলা পুলিশ তাদের সার্বিক নিরাপত্তা প্রদানে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া নির্যাতিত ও নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর দিকে বিশেষ নজর দিবেন বলেও তিনি জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here