সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
343

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে খোকন মিঞা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আলুটারী মহল্লার জনৈক আকবর আলীর বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু খোকনের লাশ উদ্ধার করেন- এসআই ইজার আলী। শিশু খোকন মিঞা একই মহল্লার ন‚রুন্নবী মিঞার পুত্র। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ঘটনায় নিহত শিশুর পিতা ন‚রুন্নবী মিঞা থানায় ইউডি মামলা করেছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here