চৌগাছায় ব্রাজিল বাড়ি

0
1802

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর):বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা ছড়ানো, দল সমার্থিত ভক্ত সমার্থকদের নানা কর্মকান্ড চলে আসছে যুগযুগ ধরে। চলতি বিশ্বকাপেও তার কোন কমতি নেই। প্রিয় দলের সমার্থনে শহর থেকে শুরু করে প্রত্যান্ত গ্রাম লের বাড়ির ছাদ কিংবা গাছে গাছে শোভা পাচ্ছে বিশাল বিশাল পতাকা। এমনই এক ভক্ত সীমান্তবর্তী উপজেলা চৌগাছার জামির হোসেন। তার প্রিয় দল ব্রাজিল, তিনি নিজ বাড়িটি রঙের রং তুলি দিয়ে এঁকেছেন ব্রাজিলের পতাকা আর ফুটবল। শুধু তাই না এই ভক্ত তার দ্বিতল ভবনটির পুরোটাই ব্রাজিলের পতাকা এঁকে অন্য রকম সাজে সাজিয়েছেন আর বাড়িটির নামকরণ করেছেন ব্রাজিল বাড়ি। স্থানীয়রাসহ আশপাশের উপজেলা থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ বাড়িটি দেখতে ভিড় করছেন।
সূত্র জানায়, ফুটবল সব থেকে জনপ্রিয় একটি খেলা। দেশ বিদেশের প্রতিটি মানুষের কাছে এ খেলার জনপ্রিয়তা সব ধরনের খেলার উর্দ্ধে। আর সেই খেলাটি যদি বিশ্বকাপ হয় তাহলে তো কথায় নেই। খেলা শুরুর আগে ভাগেই প্রতিটি দলের ভক্ত সমার্থকরা মেতে উঠেন আনন্দ উল্লাসে। নিজ দলের সমার্থনে কেউ তৈরী করেন পতাকা, কেউ নিজ শরীরে পরেন প্রিয় দলের জার্সি আবার অনেকে সাজেন রংবে রঙের সাজে। তবে সম্পূর্ণ ব্যতিক্রম এক ভক্তের সন্ধান পাওয়া গেছে সীমান্তবর্তী উপজেলা চৌগাছাতে। তিনি নিজের তৈরী করা বাড়িটি ব্রাজিলের পতাকা রঙের রং দিয়ে সাজিয়ে তুলেছেন। সম্পূর্ণ বাড়িটিকে এঁকেছেন ব্রাজিল পতাকা আর ফুটবল। এরজন্য তিনি লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। ব্রাজিলের অন্ধভক্তের নাম জামির হোসেন (৩০)। সে চৌগাছা পৌরসভার ২ নং ওয়ার্ডের পাঁচনামনা মহল্লার মৃত জিনাইতুল্লাহ’র ছেলে। পৈত্রিক ভিটা ছেড়ে তিনি চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলা নামক স্থানে মেইন সড়কের পাশে নির্মান করেছেন একটি দ্বিতল ভবন। পারিবার পরিজন নিয়ে তিনি এই বাড়িটিতে বসবাস করেন। পেশায় একজন সফল ব্যবসায়ী। পৌর শহরের মেইন বাসস্টান্ডে ‘ফেমাস অটো’ নামে মটর সাইকেলের শো-রুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শো-রুম রয়েছে জামির হোসেনের। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুটবল পাগল এই ব্যক্তি তার বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। বর্তমানে অপরুপ সৌন্দর্য বহন করছে তার বাড়িটি। ব্রাজিল ভক্ত ছাড়াও সাধারণ উৎসুক জনতা প্রতি দিনই এই বাড়িটি দেখতে সেখানে ভিড় করছেন। জনতার সরব উপস্থিতিতে নিজেকে ধন্য মনে করছেন ভক্ত জামির হোসেন। গতকাল সরেজমিন যেয়ে দেখা যায় অসংখ্য মানুষ রং তুলির রঙে রাঙিয়ে তোলা বাড়িটি কারুকার্য দেখছেন। এ সময় কথা হয় ব্রাজিল ভক্ত জামির হোসেনের সাথে। তিনি বলেন, ফুটবল আমার প্রেম, ফুটবল আমার ভালবাসা। আর ব্রাজিল দল হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন। খুব ছোট বেলা থেকেই আমি ফুটবল খেলাকে ভিষন ভাল বাসি। যখন একটু আধটু বুঝতে শিখেছি তখন থেকেই আমি ব্রাজিল দলকে পছন্দ করি। তাই সেই থেকেই এই দলের প্রতি আমার রয়েছে অকুন্ঠ ভালবাসা। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল এলে আমার প্রিয় দলকে আমি সর্বাত্মক সমার্থন জানিয়ে যায়। তারা জিতলে আমি খুশি হই কিন্তু হারলে কোন কষ্ট পাইনে, কারন ব্রাজিল তো ব্রাজিলই। আজ থেকে ১৬ বছর আগের ব্রাজিল দলের জার্সি আমার আছে। জার্সিটি খুব যতœসহকারে তুলে রেখেছি। আমার ভালবাসার দল ব্রাজিলকে সমার্থন দিতে এবার অন্যরকম এক চিন্তা করি আমি। যে ভাবনা সেই কাজ। বিশ্বকাপ শুরুর আগেই নিজ বাড়িটিকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে তুলেছি। এরজন্য আমার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। শুধু রং না বাড়িটি নামকরণ করেছি প্রিয় দল ব্রাজিলের নামকরনে। তার ইচ্ছা কখনও যদি সুযোগ হয় তাহলে ছুটে যাব ব্রাজিলে, দলের অন্যতম খেলোয়াড় বিশ্বনন্দিত নেইমারসহ দেখা করতে চাই দলের অন্য খেলোয়াড়দের সাথে। আর প্রিয় দেশটি ঘুরে ঘুরে দেখতে চাই ব্রাজিল ভক্ত জামির হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here