বাগেরহাট প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিৎকিসা নিশ্চিত ও তার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। বৃস্পতিবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, যুবদলের সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মহিতুষ জামান দুলাল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস হোসেন ডলার, জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপ,বিএনপি নেতা আসাফুদৌল্লা জুয়েল, অধ্যাপক ইসমাইল হোসেন, শওকাত হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা, বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে সু-চিৎকিসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম জিয়া মুক্ত করা হবে বলে হুশিয়ারী উচ্চরন করেন।##