ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর দখলের দাবি সৌদি জোটের

0
421

খবর৭১: ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছেন সৌদি জোটের সেনারা।

স্থানীয় সময় বুধবার সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার ব্রিগেডিয়ার আবদুস সালাম আশ-শেহি এক ভিডিওবার্তায় এ দাবি করেন।

তিনি বলেন, হুদায়দা বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে এবং এটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিমানবন্দরটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী।

তাদের বিমান হামলা করে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিত্র দেশগুলো।

এর আগে মঙ্গলবার সৌদি সেনারা ঘোষণা করেছিলেন যে, তারা হুদায়দা বিমানবন্দরের প্রধান ভবনে ঢুকে পড়েছে।

তবে বুধবার শুরুর দিকে হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতা মুহাম্মাদ আল-বুখাইতি সৌদি জোটের হুদায়দা বিমানবন্দর দখলের খবর নাকচ করে দেন।

হুদায়দা সমুদ্রবন্দর থেকে হুদায়দা বিমানবন্দরের অবস্থান মাত্র আট কিলোমিটার দূরে।

হুদায়দা সমুদ্রবন্দর দিয়ে দুই-তৃতীয়াংশ আমদানিপণ্য ইয়েমেনে প্রবেশ করে থাকে।

এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য কিছু ত্রাণ সহায়তা ইয়েমেনে আসে তাও এ বন্দর দিয়েই আসে। বন্দরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সৌদি জোট। সূত্র : পার্স টুডে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here