জহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ৬টি শক্তিশালী তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ ।
তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার বিকালে উপজেলার মহিশাকুড়া বাওড়ের কালভার্টের ভেতরে একটি ব্যাগ থেকে এ বোমা উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ওসি হুমাউন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তৌহিদুল ইসলামের বাড়ির নিকটে রাস্তার কালভার্টের ভেতর থেকে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
সেখানে একটি ব্যাগে ৬টি শক্তিশালি তাজা হাত বোমা পাওয়া যায় ।
বোমাগুলো নাশকতা সৃষ্টির জন্য সেখানে মজুদ করে রাখা হয়েছে বলে পুলিশের ধারনা।
এসময় বোমা গুলো থানায় এনে নিস্ক্রিয় করা হয়। কে বা কারা এ বোমা মজুদ করেছে তা এখনও জানা যায়নি, তবে এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
খবর৭১/এস: