সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

0
506

খবর ৭১ঃ  সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কামরুল ইসলাম (৩৮) ও ইয়াছিন (৩৯) নামে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) স্থানীয় সময় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কামরুলের ভাগ্নে ফয়সাল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের আব্দুল মালেক ভেন্ডারের ছেলে ও ইয়াছিন একই উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

নিহতদের পরিবারিক সূত্রে জানা যায়, রিয়াদের ছানাইয়া নামক এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেই ছিল তাদের বাসা। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তারা আগুনে দগ্ধ হয়ে নিহত হয়।

নিহত কামরুলের ভাগিনা ফয়সাল জানান, সৌদিআরবের অভ্যন্তরীণ কাগজপত্রের জটিলতা শেষ করে লাশ খুব শিগগিরই দেশে আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here