লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের শুভ সূচনা

0
716

খবর ৭১ঃ পানামার বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বেলজিয়াম। রেড ডেভিল স্ট্রাইকার রমেলু লুকাকুকে দেখা গেলো তার স্বরূপে। খেলার ৪৭ মিনিটে পানামার জালে প্রথম বল জড়ান ড্রায়েস মার্টেন্স। এরপর ৬৯ ও ৭৫ মিনিটে জোড়া গোল করেন লুকাকু। বিশ্বকাপের ডার্ক হর্স খ্যাত তারকাসমৃদ্ধ বেলজিয়াম আজকের খেলায় ফেভারিট ছিল। তবে, প্রথমার্ধে বিশ্বকাপে অভিষেক হওয়া পানামার রক্ষণভাগে ঠিক সুবিধা করতে পারে নি বেলজিয়ান ফরোয়ার্ডরা। গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফেরার পরই বেলজিয়ামের আক্রমনের ধার বাড়তে থাকে। শেষপর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজ শিষ্যরা।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here