নড়াইলে নানা বাড়িতে ঈদ করতে এসে মৃত্যু

0
367

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে মধুমতি নদীতে পড়ে নাহিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুন) বেলা ১২টায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নাহিদ পাশের জয়পুর গ্রামের জাহিদ শেখের ছেলে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইলের রামকান্তপুর গ্রামে মা কাজলী বেগমের সঙ্গে নানা বাড়িতে ঈদ করতে আসে নাহিদ। ঈদের পরেরদিন রোববার বিকেলে কাজলী বেগমসহ কয়েকজন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বাবার বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যান। এ সময় কাজলী তার ছেলে নাহিদকে নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নামেন। এক পর্যায়ে নাহিদ নদীতে নেমে পড়লে স্রোতের টানে ডুবে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। ফায়ার সার্ভিস এবং খুলনার ডুবরি দলের সদস্যরাও নাহিদকে উদ্ধারে ব্যর্থ হন। এদিকে সোমবার সকালে মধুমতি নদীতে নাহিদের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here