জামালপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

0
373

খবর ৭১ঃ জামালপুর সদর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত মো. রাশেদুল হাসান জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় জামালপুর থেকে ময়মনসিংহগামী ও ময়মনসিংহ থেকে জামালপুরগামী সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ঢাকায় কর্মরত এসবির এএসআই হেলেনুর রহমান (৩৫)।
তিনি জানান, নিহত হেলেনুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামের মছির উদ্দীনের ছেলে। তিনি ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। এ সময় আহত হয় অটোরিকশার আরও দুই যাত্রী। তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সোমবার বিকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের জয়রামপুরে ঢাকা থেকে জামালপুরগামী একটি বাস ও জামালপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here