সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
মুরগির ফার্মের কাছে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদে স্পৃষ্ট হয়ে রিজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সাতক্ষীরা তালা উপজেলার শিরাশুনি গ্রামে। রিজিয়া বেগম শিরাশুনি গ্রামের মৃত শওকত আলী মোড়লের স্ত্রী। তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্বজনরা জানান, আজ সোমবার সকালে রিজিয়া বেগম বাড়ির পাশে মফিজুল ইসলামের মুুুরগির খামারের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় শিয়াল মারার জন্য তৈরি ফাঁদের পাশদিয়ে যাওয়ার সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্টে হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় তালা থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। মামলা নং ২৭।
খবর৭১/এস: