এম এম আতাউর রহমান (জীবন),
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার সদর উপজেলায় বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে আজ এই দূর্ঘটনা ঘটে ।
মৃত্যু ব্যাক্তি হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলায় বানিয়াপাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের স্ত্রী মতিজা বেওয়া (৫৮)।
স্থানীয় সুত্রে জানা যায়, মতিজন তার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় বানিয়াপাড়া এলাকায় এসে রাস্তা পার হতে গেলে কালাইগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর৭১/এস: