খবর৭১: আগের দিন শনিবার আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পরদিন রবিবার ব্রাজিলও সেই একই ব্যবধানে ড্র করল। এফ গ্রুপের এই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল সুইজারল্যান্ড।
প্রথমার্ধের ২০ মিনিটে ফিলিপ কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। কিন্তু বিরতি থেকে ফিরে মাত্র তিন মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় সুইজারল্যান্ড। এই সমতা ভেঙে দু’দলের কেউই আর এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। তাই শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এই গ্রুপের অন্য দু’দলের খেলায় কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছে সার্বিয়া।