খবর৭১: মেক্সিকোর বিপক্ষে জার্মান একদাশ নিয়ে নানা মুখরোচক কথা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, তুরস্কো প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ছবি তোলায় এবং মত বিনিময় করায় একাদশে জায়গা হারাচ্ছেন মেসুত ওজিল।
তবে সব শঙ্কা নিমিষেই উড়ে গেল। বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচের জন্য চূড়ান্ত এবকাদশ দিয়েছেন জোয়াকিম লো। অনিশ্চয়তা থাকলেও এ জিনিয়াস কোচের শুরুর একাদশে ঠাঁই মিলেছে ওজিলের। মিডফিল্ড জেনারেলকে নিয়েই লড়াইয়ে নেমেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ধোঁয়াশা থাকলেও পাঁচবার শিরোপা জয়ের মিশনে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে হালের তুখোড় গোলকিপার ম্যানুয়েল নুয়্যারের হাতে।
এবার মাঠে নামলেই রেকর্ড বুকে নাম লেখাবেন রাফায়েল মারকুয়েজ। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা খেলোয়াড়ের কাতারে বসবেন তিনি। তবে তার অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো। মেক্সিকো একাদশে সুযোগ পাননি সাবেক বার্সেলোনা ফুটবলার।
জার্মানি একাদশ: নয়্যার, প্লাটেনহারড, হামেলস, খেদেইরা, ড্রাক্সলার, ক্রুস, ভেরনার, ওজিল, মুলার, বোয়াটেং, কিমিখ।
মেক্সিকো একাদশ: গুইলেরমো ওচোয়া, কার্লস সালসিদো, হুগো আয়ালা, হেক্টর মরেনো, জেসাস গালার্দো, মিগুয়েল লায়ুন, আন্দ্রে গুয়ারদাদো, হেক্টর হেরেরা, কার্লস ভেলা, হাভিয়ের হার্নান্দেজ, লোজানো।
খবর৭১/এস: