উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের দিঘলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন পুলিশ সুপার মাহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, আজ দুপুর ১২টার দিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নীনা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গত ১৫ মে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ত্রাসী হামলায় নিহত নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন নৌকা প্রতীকে ৫ হাজার ৫৬৫ ভোটে বিজয়ী হন। নড়াইলের লোহাগড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
খবর ৭১/ইঃ