খবর৭১: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।
এদিকে আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
জাতীয় ঈদগাহের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়তে যাবেন, তাদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না নিতে অনুরোধ করেছেন।
আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
খবর৭১/এস: