যশোরে ২ বিএনপি নেতাকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ

0
369

খবর ৭১ঃ যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার শহরের মুজিব সড়কে জিলা স্কুলের গেটে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর সভাপতি মারুফুল ইসলামসহ নেতাকর্মীরা। এসময় সাদা পোশাকে ‘পুলিশ’ এসে তাদের ধরে নিয়ে যায় বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সাংবাদিকদের বলেন, দলের দু’জন গুরুত্বপূর্ণ নেতা সাবেরুল হক সাবু, মারুফুল ইসলামের নামে থাকা ‘রাজনৈতিক মামলাগুলোতে’ জামিন আছেন। ঈদের আগ মুহুর্তে এমন অনুষ্ঠান থেকে নেতাদের ধরে নিয়ে যাওয়া কিসের আলামত বুঝতে পারছি না?

কোতয়ালি থানার ওসি শামসুদ্দোহা জানান, সাদা পোশাকে পুলিশ ওই দুই নেতাকে তুলে নেয়ার অভিযোগ সঠিক নয়। আর পুলিশ তাদের আটকও করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here