নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অঞ্চলভিত্তিক সংগঠন “লক্ষীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার ১৩ জুন লক্ষ্মীপুর ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এই এসোসিয়েশন গঠন করা হয়।
লক্ষীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি অমর্ত্য মজুমদারের সুপারিশক্রমে এবং সাবেক সভাপতি মাহমুদ খান শিবলু ও সাধারন সম্পাদর তানভির হোসেন শোভন এর সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি পদে নুরুদ্দিন শামিম, সাধারন সম্পাদক পদে শেখ মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে রুবেল হোসেন নির্বাচিত হয়েছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া লক্ষীপুরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি নুরুদ্দিন সোহেল এসোসিয়েশনের সদস্যদের একতাবদ্ধ ভাবে কাজ করা ও একে অপরের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
খবর৭১/এস: