রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৫০ বস্তা ভিজিএফ’র চালসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুন) রাত ৩টার দিকে উপজেলার পোরজনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (১৩ জুন) সকালে জব্দকৃত চালগুলো শাহজাদপুর থানায় আনা হয়।
আটকরা হলেন- মোহাম্মদ আলী, কাশিনাথ হালদার, আব্দুল করিম, আবুল কালাম, হুরুব আলী ও ফারুক হোসেন। আটকরা সবাই দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ বস্তা চালসহ ওই ছয় জনকে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে দুই জন ডিলার ও ক্রেতা রয়েছে। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।