খবর ৭১: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের বিকল্প নেই। গতবার বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে ফল ভোগ করছে। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
বুধবার রাজধানীর মুক্তিভবনে আওয়ামী লীগ নেতৃতাধীন ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আমরাও উদ্বিগ্ন। যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার পুত্রবধূ এখনও চাকরি করছে, তার ওপরে কেন আস্থা রাখতে পারছেন না। এই হাসপাতালের প্রতি কেন এত অনীহা?
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে ১৪ দলের সংগ্রামকে চালিয়ে যেতে হবে।
গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধরণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।