জয়পুরহাটে  সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন!

0
369
এম এম আতাউর রহমান (জীবন), জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন  “আনন্দ আলো” এর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন করেন।
আজ বিকেলে জয়পুরহাট ডিসি অফিস চত্বরে  ৩০০ জন অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব ঈদবস্ত্র বিতরন করা হয়। ঈদবস্ত্র বিতরনের পাশাপাশি মেহেদি উৎসব,উপহার ও খাবার বিতরন করেন।
সাকিব হাসানের সভাপতিত্বে, নাফিসা নবী রশ্নির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ হেল বাকি। আর ও উপস্থিত ছিলেন  “আনন্দ আলো” সংগঠনের  সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি আবদুল্লাহ হেল বাকি তার বক্তব্যে বলেন,সমাজে অনেক গরীব, অসহায় পরিবার রয়েছে যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নিতে পারেন না। সেই সব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে “আনন্দ আলো”। তাদের মুখে হাসি ফুটাতে ঈদবস্ত্র বিতরন করছে যা একটি মহৎ উদ্যোগ। “আনন্দ আলো”র মত সমাজের বিত্তবানদের ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।
সংগঠনের সাধারন সম্পাদক নাফিসা নবী রশ্নি বলেন,”আমাদের এই সংগঠনের মুল উদ্দেশ্য হল সমাজের অসহায় মানুষদের জন্য কিছু কাজ করা” তার ধারাবাহিকতায় গত বছরের ১ জুন প্রতিষ্ঠার পর  ঈদ বস্ত্র বিতরন,বন্যার্তদের মাঝেও ত্রাণ বিতরন ,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন সহ অনেক উন্নয়ন মুলক কাজ করেছি।এবং এই ধারা অব্যাহত থাকেব বলে তিনি আশাবাদী ।
“আনন্দ আলো”র সভাপতি সাকিব হাসান বলেন,সামাজিক দায়বদ্ধতা ও সমাজের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি।আমরা শপথ নিয়েছি হাতে হাত রেখে সকলে শুভ কাজের মাধ্যমে সমাজ তথা দেশ গড়ার কাজে নিজেদের নিবেদন করব।
উল্লেখ্য, সংগঠনটি স্ব অর্থায়নে পরিচালিত এবং সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এবং পরিবার থেকে অর্থ নিয়ে সংগঠনটি পরিচালনা করে আসছে।  সবার ভালোবাসায় ও দোয়ায় “আনন্দ আলো” এগিয়ে যাবে এই প্রত্যাশা সংগঠনের সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here