পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় পাইকগাছার কৃতি মেধাবী শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা মাঠে পৌরসভার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পৌরসভার পক্ষে আব্দুল্লাহকে সম্মাননা প্রদান করেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মনজুরুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোহাঃ কওছার আলী গাজী, আলহাজ্ব কাজী আজিজুল করিম। উল্লেখ্য, গত ১২-১৭ মে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে হাফেজ গাজী আব্দুল্লাহ অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে।
খবর ৭১/ইঃ