মো: শামীম :
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, অসহায় মানুষকে সহায়তা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। মানবতার কল্যাণে কাজ করা মানুষের জন্মের স্বার্থকতা। প্রত্যেক মানুষের উচিত সামর্থ্য অনুযায়ী দেশ-জাতির কল্যাণে কাজ করা। মানুষ বেঁচে থাকে তার কর্মে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছিন্নমূল শিশুদের শিক্ষা-স্বাস্থ্যসহ তাদের গুণাবলী বিকাশের অনুকূল পরিবেশ সুনিশ্চিত করতে হবে।
প্রবর্তন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার মিরপুরস্থ বিলাস ভবন কমিউনিটি সেন্টারে ১১ জুন বিকেলে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন জামা প্রদান, আলোচনা ও ইফতার মাহফিলের প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কবি কাজী রোজী। সংগঠনের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির খান সায়েম এর সালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম। অনুষ্ঠানে ৩শত সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন জামা প্রদান করা হয়।
খবর ৭১/ইঃ