এফ এম সুমন পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সম্মানে স্থানীয় বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ হোটেলে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, এতদঞ্চলে শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এখনও পযর্ন্ত এই বিশ্ববিদ্যালয় সুনামের সাথে শিক্ষা বিস্তারে অগ্রণীভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতেও যেন শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয় অগ্রণীভূমিকা পালন করতে পারে সে জন্য সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।
বিশ্বব্যিালয়ের সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সবুর, পরীক্ষানিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান, রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আমজাদ হোসেন, রেজাউল করিম, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুল ইসলাম, দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কউকের নিবার্হী কর্মকর্তা ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেন্ডেট টিভি’র জেলা প্রতিনিধি তৌফিক লিপু, একুশে টিভি’র আজিজুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক বেলাল উদ্দিন সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
ইফতার শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল নূর আজিজি।