পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উদ্যোগে “শীলা কাঁকড়ার কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কৌশল” বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্প (কম্পোনেন্ট-বি, বিএফআরআই) এর অংশ হিসেবে ৯-১১ জুন ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান। উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলামের স ালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক নিলুফা বেগম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, একেএম শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্যা এনএস মামুন সিদ্দিকী সহ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে এলাকার ২৫ জন কাঁকড়ার সুফলভোগী অংশগ্রহণ করেন।