ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রপ্ত দুই বন্দীর মৃত্যু

0
292

খবর৭১:ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাপ্রপ্ত দুই বন্দীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়।

এরা হলেন- দীপক নন্দী (৫৫) ও আমির হোসেন (৬৫)। এদের মধ্যে দীপকের বাড়ি পুরান ঢাকার শাঁখারী বাজারে। তবে আমির হোসেনের বাবার নাম মকবুল হোসেন জানা গেলেও তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ও সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে বিকেলের দিকে স্বজনরা দীপকের লাশ নিয়ে গেছে। আর আমির হোসেনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here