চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা মারা গেছেন

0
555

খবর৭১:চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বেশ কিছুদিন তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

প্রণব সাহার মরদেহ সেগুনবাগিচায় নিজ বাসায় নেয়া হয়েছে। বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে আনার পর নিজগ্রাম মানিকগঞ্জের গড়পাড়ায় শেষকৃত্য হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here