লালমনিরহাটে মাসুদ রানা মাদ্রাসা ছাত্র পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

0
570
Exif_JPEG_420

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট পৌরসভাধীন তালুকখুটামারাস্থ বুধবার (৬জুন) মোক্তারটারী মরহুম মাসুদ রানা মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্র শহিদুল ইসলাম হাফেজ হওয়ায় পাগড়ী প্রদানসহ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুম পারভেজ নবাগত হাফেজ শহিদুল ইসলাম এর মাথায় পাগড়ী পড়িয়ে দেন। এ সময় ড়বক্তব্য রাখেন, মোক্তারটারী মরহুম মাসুদ রানা প্রতিষ্টাতা চেয়ারম্যান মাসুম পারভেজ। মাদ্রাসার পরিচালক হাফেজ নজরুল ইসলাম, মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
হাফেজ শহিদুল ইসলাম জানান, সে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড়কমলা বাড়ি গ্রামের আসাদ মিয়ার পুত্র। তাদের পরিবারে অভাব অনটন থাকায় ২০১৬ সাল মোক্তারটারী মরহুম মাসুদ রানা মাদ্রাসায় অধ্যায়ন করেন। সেখানে দীঘদিন আরবি শিক্ষা গ্রহন করেন। ২০১৮ সালের ৫ রমজান  শহিদুল ইসলাম হাফেজ উর্ত্তীন হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here