খবর৭১: ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ। কমলাপুর রেলস্টেশনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজ দেয়া হচ্ছে ১৩ জুনের টিকিট। মোট টিকিট কাউন্টার ২৬টি এর মধ্যে ২টি নারীদের জন্য সংরক্ষিত। রাত থেকেই কাউন্টারের সামনে জড়ো হয়েছেন টিকিটপ্রত্যাশীরা। দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা। অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনী।
আগামী ৫ ও ৬ জুন বিক্রি হবে ১৪ ও ১৫ জুনের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন চলবে ১৫ জুন পর্যন্ত। ঢাকার বাইরে চট্টগ্রামেও চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।