মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজ চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইফতার ও দোয়া মাহফিলে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা ও দায়রা জজ শেখ মোঃ মফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দাকার আজিম আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিশু পরিবারের এতিম শিশু, পুনর্বাসিত ভিক্ষুকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি রইস উদ্দিন ।
খবর৭১/এস: