দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার তালোড়ায় পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে পৌর এলাকায় বেলাল হাজির চাতালে ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন ঠান্ডা এর সভাপতিত্বে ও বিএনপি নেতা বাবুর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, গাবতলী থানা বিএনপি সভাপতি আমিরুর ইসলাম, জেলা শ্রমিক দলের উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী, জেলা বিএনপি নেতা এ্যাড. আতাউর রহমান খান মুক্তা, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খন্দকার,তালোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন,বিএনপি নেতা সাজ্জাত হোসেন প্রমূখ। ইফতার মাহফিলে দুপচাঁচিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, আদমদীঘি থানা বিএনপি’র সভাপতি আব্দুল মুহিত তালুকদার, দুপচাঁচিয়া থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু নাছের, সাংগঠনিক সম্পাদক মোত্তালেব হোসেন মিন্টু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চুম্বক, আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, থানা যুবদল নেতা মোস্তাক, ফারুক, হুমায়ন, তালোড়া পৌর যুবদল সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক নিয়ামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজাদ, সাধারণ সম্পাদক এস,এ স্বাধীন সহ তালোড়া ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/এস: