গাইবান্ধায় ২ ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৫

0
361

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। এতে গোবিন্দগঞ্জ উপজেলার কুমিড়াডাঙ্গা এলাকার ধান শুকানোর চাতালে ইয়াবা বিক্রির সময় ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩০) ও শামীম প্রধান (৩৫) কে ২’শ ৩৫ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ঐ গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র ও শামীম প্রধান দক্ষিণ শিবপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে খুনের মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৩ জুয়ারুকে গ্রেপ্তার করা করেছে। তারা হলো- ঐ গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র মতিউর রহমান (৩০), খোকন মিয়ার পুত্র রওশন আলী (২০) ও তজমল হোসেনের পুত্র মোজাফ্ফর রহমান (৪০)।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here