ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে রাস্তায় উত্যক্ত করায় ইভটিজারকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দূপুরে ঘটনাস্থলে গিয়ে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন।
জানা যায়, রোববার সকালে ইসলামপুর সড়কে পৌর সদর থেকে প্রাইভেট পড়ে যাওয়ার সময় নবম শ্রেণীর ওই ছাত্রীকে উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বায়েজ মিয়া (২৪) উত্যক্ত শুরু করে। একপর্যায়ে মেয়েটি দৌড়ে পালানো চেষ্টা করলে পিছন থেকে মেয়েটিকে ঝাপটে ধরে বখাটে বায়েজ। মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে বায়েজকে আটক করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটি ও স্থানীয়দের বক্তব্য শুনে ঘটনাটির সত্যতা পায়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এভটিজারকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান।
খবর ৭১/ই: