আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির টলি কেড়ে নিয়েছে শিশু সজিবের(১২) লিঙ্গ। অর্থাভাবে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে দিনমজুর পরিবারে সজিব। হারিয়েছে পুরো গ্রামের সজিবতা। শিশু সজিব লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের দিনমজুর ভুমিহীন হাবিবুর রহমান হবি’র ছেলে।
স্থানীয়রা জানান, শিশু সজিব উপজেলা সদরের মদিনাতুল উম্মে হাফেজিয়া কউমি মাদরাসায় ক্লাশ শেষে প্রতি দিনের ন্যায় ১৭ মে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। আদিতমারীর ফাতেমা ফিলং স্টেশন পৌছলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের বেপরোয়া গতির একটি টলি তাকে ধাক্কায় দিলে গুরুতর আহত হয় সজিব। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে ৪র্থ তলার ১৪ নং ওয়ার্ডে সার্জারী বিভাগের ২৯ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু সজিব। ঘাতক টলিকে আটক করে স্থানীয়রা আদিতমারী থানায় সোপর্দ করেন।
ঘাতক টলি’র আঘাতে লিঙ্গ ছেদন হওয়ায় চিকিৎসকরা বিকল্প পথে পাইপের সাহায্যে সজিবের প্রসাবের ব্যবস্থা করেছেন। উঁড়ুতে খসে পড়ে শরীরের মাংস ও হাড়। মৃত্যু যন্ত্রনায় কাতর সন্তানের বাঁচার আকুতিতে দিনমজুর বাবা মা চিকিৎসকদের দাঁড়ে দাঁড়ে ঘুড়ছেন। চিকিৎসকরা জানান সজিবকে সুস্থ করতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। এ কথায় বাকরুদ্ধ দিনমজুর দম্পত্তি আদরের ধন সন্তানকে বাঁচাতে এখন সমাজের বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুড়ছেন। কে দিবে তাদেরকে ৪ লাখ টাকা। অন্যথায় চোখের সামনে সন্তানের মৃত্যু দেখতে হবে তাদের।
সজিবের মা দুলালী বেগম জানান, তাদের দুই সন্তানের একজন প্রতিবন্ধি হয়ে বাড়িতে পড়ে রয়েছে। একমাত্র সুস্থ সজিবকে নিয়ে বাঁচার স্বপ্নটা কেড়ে নিতে বসেছে ঘাতক টলি। যেকোন মুল্যে সজিবকে সুস্থ দেখতে চান। এজন্য সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন তিনি।
সজিবের প্রতিবেশী মাসুম মিয়া জানান, শিশুটি গ্রামবাসীর খুব আদরের ছিল। তাই গ্রামবাসীরা সাধ্যমত সাহায্য করছেন। যা দিয়ে সজিবকে বাঁচানোর চেষ্টা অব্যহত রয়েছে। কিন্তু সজিবের সজিবতা ফেরাতে প্রয়োজন ৪ লাখ টাকা। তাই তিনি সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘাতক টলিটি আটক রয়েছে। তবে চালক বা মালিককে পাওয়া যায়নি। শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রয়োজনে- সজিবের চাচা মোবাইল নং-০১৭২৮৮৬২৩৫০।